মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জাবি প্রেস ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
জাবি প্রেস ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

'সত্য, নির্ভীক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' স্স্নোগানকে ধারণ করে ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেস ক্লাব। মঙ্গলবার বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রেস ক্লাব কক্ষে কেক কাটা হয়। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ এবং একটির্ যালি করা হয়।

এর আগে, প্রেস ক্লাব কক্ষে বর্তমান সভাপতি ওয়াজহাতুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় আমন্ত্রিত শিক্ষক, সাবেক ও বর্তমান সদস্য বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'আমার কার্যক্রম ও সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতা পাব এই বিশ্বাস থাকার কারণেই যেকোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সাহস পাই। আমাদের একটাই লক্ষ্য, আমরা চাই জাবির গুণগত পরিবর্তন। এ জন্য নির্মোহ সহযোগিতা সাংবাদিকদের কাছে প্রত্যাশা করি। আমাদের যেকোনো ভুল হলে সাংবাদিকরা সেগুলো তুলে ধরে আমাদের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে