'সত্য, নির্ভীক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' স্স্নোগানকে ধারণ করে ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেস ক্লাব। মঙ্গলবার বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রেস ক্লাব কক্ষে কেক কাটা হয়। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ এবং একটির্ যালি করা হয়।
এর আগে, প্রেস ক্লাব কক্ষে বর্তমান সভাপতি ওয়াজহাতুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় আমন্ত্রিত শিক্ষক, সাবেক ও বর্তমান সদস্য বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'আমার কার্যক্রম ও সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতা পাব এই বিশ্বাস থাকার কারণেই যেকোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সাহস পাই। আমাদের একটাই লক্ষ্য, আমরা চাই জাবির গুণগত পরিবর্তন। এ জন্য নির্মোহ সহযোগিতা সাংবাদিকদের কাছে প্রত্যাশা করি। আমাদের যেকোনো ভুল হলে সাংবাদিকরা সেগুলো তুলে ধরে আমাদের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।'