কুমিলস্নার লাকসামে শালিস বৈঠকে হুমায়ুন কবির (৬০) নামে এক ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। নিহত ওই ব্যবসায়ী লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও রাজঘাট এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে ও দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির মনোহরি ও কসমেটিক ব্যবসায়ী এবং লাকসাম উপজেলা জাতীয় পার্টি নেতা।
জানা যায়, সোমবার বিকেলে লাকসাম পৌর এলাকার খান্দানী মার্কেট সংলগ্ন লাকসাম অটোরাইস মিল অফিসে জমি বিরোধ নিয়ে লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মজির আহমদের সভাপতিত্বে একটি শালিস বৈঠক বসে। বৈঠকে লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও রাজঘাট এলাকার আবুল খায়ের ও দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির ব্যবসায়ী হুমায়ুন কবিরের জমি নিয়ে শালিস বৈঠকে আলোচনা চলছিল। এক পর্যায়ে ব্যবসায়ী হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।