মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ শুরু

চট্টগ্রাম বু্যরো
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ শুরু

চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সুপারভাইজারদের তত্ত্বাবধানে তথ্য সংগ্রহকারীরা কাজ করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ৩ ফেব্রম্নয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রম্নয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। এরপর ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ এবং বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। তথ্য সংগ্রহের পর ছবিসহ নিবন্ধনের পর আগামী ৫ মে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, হালনাগাদ ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে