বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার অঙ্গীভূত আনসার সদস্যদের ২৬৬টি কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ে বিভিন্ন সংস্থায় কর্তব্যরত অঙ্গীভূত পিসি, এপিসি ও আনসার সদস্যদের কম্বল বিতরণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল।
উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক নূর নবীসহ বিভিন্ন সংস্থায় কর্মরত অঙ্গীভূত পিসি,এপিসি ও আনসার সদস্যরা। শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল বলেন, 'মহাপরিচালক সদস্যদের শারীরিক ও মানসিক বিষয় সম্পর্কে সবসময়ই সজাগ দৃষ্টি রাখেন। দেশের তৃণমূল পর্যায়ে কর্মরত আনসার সদস্যদের কাজের যথাযথ মূল্যায়ন করে থাকেন। যারা দেশ ও মানুষের আর্থ-সামাজিক কল্যাণে নিয়োজিত আছেন, তাদের পাশে বাহিনী সব সময় দাঁড়াবে।