ছোট সময় বাবা মারা যাওয়ার পর মা বিয়ে হয়ে চলে যায় অন্যের ঘরে ।
দাদীর সংসারে ছোট শিশুটিকে লালন পালন করছে। সেখান থেকে লেখা পড়ায় হাতে খরি। তাও হলো না ঘাতক অটো কেড়ে নিলো ছোট শিশুটির প্রান।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ২নং ইউনিয়নে কুলিয়া জামালপুর মসজিদ রোডে প্রান্তিক মুল্যায়ন পরিক্ষা শেষ করে রাস্তা পার হওয়ার সময় ব্যাটরী চালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ আল আমিন (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার সকাল ১১টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।নিহত শিশু শিক্ষার্থী বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র। উপজেলা খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা ,সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম হাসপাতলে দেখতে যান।
প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান উপজেলার খিলপাড়া গ্রামের মোঃ আল আমিন প্রান্তিক মুল্যায় পরিক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ধাক্কা দিলে ছিটকে পওে যায়। মাথায় প্রচন্ড আঘাত পায় মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম মুঠো ফোনে জানান বাচ্চার অভিভাবক মামলা করতে আগ্রহী নয় । পরে লাশ দাফনে অনুমতি দেওয়া হয়।
যাযাদি/আর