সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্টর্ যাঙ্কিং ২০২৫-এ ফের শীর্ষে বশেমুরকৃবি

গাজীপুর প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
টাইমস হায়ার এডুকেশন সাবজেক্টর্ যাঙ্কিং ২০২৫-এ ফের শীর্ষে বশেমুরকৃবি

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্টর্ যাঙ্কিং-২০২৫ এর লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) আবারো শীর্ষস্থান অর্জন করেছে।

বশেমুরকৃবি'র সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, বুধবার টিএইচই'র ওয়েবসাইটে এর্ যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রকাশিতর্ যাঙ্কিং অনুযায়ী বশেমুরকৃবি বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটেগরিতে প্রথম স্থান এবং একই ক্যাটেগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম'র গৌরবময় অবস্থানে রয়েছে। প্রকাশিত লাইফ সায়েন্সর্ যাঙ্কিং তালিকাটি পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান (যাতে জীববিজ্ঞান এবং বায়েকেমিস্ট্রি অন্তর্ভুক্ত), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান এ চারটি প্রধান শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করের্ যাঙ্কিং প্রকাশ করেছে। এবারেরর্ যাঙ্কিংয়ে ৯৮টি দেশ ও অঞ্চল থেকে ১হাজার ১৪৩টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫'র টিএইচই বিশ্ববিদ্যালয়র্ যাঙ্কিংয়েও বশেমুরকৃবি জাতীয়ভাবে প্রথম স্থান দখল করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে