সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজরে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের প্রথক সময়ে ঘটনাগুলো ঘটে। এর মধ্যে ওই রাতে অনুমান আড়াইটার সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামের মৃত হাতেম আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান গেটের তালা কেটে এবং বিল্ডিংয়ের কাঠের দরজা ভেঙে গৃহকর্তা মৃত হাতেম আলীর ছেলে মো. মানিক (৩০) ও তার স্ত্রীকে হাত পা বেঁধে মারপিট করে। এরপর নগদ এক লাখ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

গৃহকর্তা মো. মানিক জানান, ডাকাত দল ঘরের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। তাদের ডাক চিৎকারে রোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়।

অন্যদিকে একই রাতে অনুমান দেড়টায় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকার জয়রাল আবেদীন ও মিছির আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের বেড়া ও দরজা ভেঙে পাশাপাশি দুটি ঘরে প্রবেশ করে। এরপর জয়নালের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, একটি বাটন ফোন, একটি বিদেশী টর্চ লাইট এবং মিছির আরীর ঘর থেকে নগদ ৭ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ৮ ভরি রূপার অলংকার লুট করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে