বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

দুমকিতে চাঁদা না পেয়ে বসত বাড়িতে হামলার অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
দুমকিতে চাঁদা না পেয়ে বসত বাড়িতে হামলার অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রতিবেশীর বসতঘরে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের জনৈক আবুল হোসেনের ছেলে বেলস্নাল হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযোগ না নেওয়ায় পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি চাঁদাদাবির মামলা করা হয়েছে। মামলা নং সিআর - ১৪/২০২৫(দুমকি)।

ভুক্তভোগী বেলস্নাল হোসেন জানান, তিনি সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের দুমকিস্থ নির্মাণাধীন মসজিদ কমপেস্নক্সের দেখাশোনার কাজ করছেন। গত কয়েকদিন যাবত জেলা যুবদল নেতা মিজানুর রহমান লাল মিয়া তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ঘটনার দিন সন্ধায় কয়েকটি মোটর সাইকেলে লাল মিয়া, সাবু ও সাইফুলের নেতৃত্বে ১০-১২জন তার বসতঘরের দরজা জানালা পিটাতে থাকে। ঘরে ঢুকতে ব্যর্থ হয়ে রাস্তায় পেলে হত্যার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত লাল মিয়া বলেন, 'ঘটনাটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। বুধবার সকাল বেলা ওর সঙ্গে একটু ঝামেলা হয়েছে, তা ধামাচাপা দেওয়ার জন্য সে নাটক সাজিয়েছে।'

দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, '৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হলেও শুনেছি তারা কোর্টের আশ্রয় নিয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে