গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় শিশু-বৃদ্ধসহ তিনজনের মৃতু্য হয়েছে। এ দিকে রাঙামাটির রাজস্থলীতে নবজাতকের লাশ উদ্ধার ও অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ীতে এক শ্রমিকের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে পৃথক তিনটি ঘটনায় আরাফ হোসেন (৪), অজ্ঞাত (৬৫) বৃদ্ধ ও জামাল উদ্দিন (৪৫) নামের তিন জনের মৃতু্য হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে শিশু ও বৃদ্ধের মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। বাকি একজনের মরদেহ পুলিশকে অবহিত না করে নিয়ে গেছে স্বজনরা। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। নিহত আরাফ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের অলিউলস্নাহর ছেলে। জামাল উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশাইর গ্রামের মৃত শহীদের ছেলে। অন্যদিকে, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ময়লা ছাপা লুঙ্গি ও একাধিক শীতের কাপড় রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী হবেন।
ওসি বলেন, পৃথক তিনটি ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজনের মরদহ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হয়েছিল। পরে সেখান থেকে দুই মরদেহের ব্যাপারে থানাকে জানানো হলে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে। তবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে একজনের ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি। উদ্ধার মরদেহের ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি রাজস্থলীতে অজ্ঞাত নবজাতক কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাস্টারের বাড়ির পুকুর ধার থেকে লাশ উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ওই বাড়ির ছেলে পুকুরে পানি আনতে যায়। এক পর্যায়ে পুকুর ধারে নবজাতকের লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজস্থলী থানায় ইউডি মামলা হয়।
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক গাছকাটা শ্রমিকের মৃতু্য হয়েছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মন্ডলের ছেলে।
জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মন্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান আব্দুল মজিদ ও তার লোকজন। গাছটি যাতে বৈদু্যতিক তারের উপর না পড়ে সে লক্ষ্যে রশি টেনে ধরেন। এ সময় গাছের একটি ডাল আব্দুল মজিদের মাথায় পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা লাশ উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।