রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিস্ফোরক মামলায় মহিলা লীগ নেত্রীসহ চার জেলায় গ্রেপ্তার ৫

স্বদেশ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিস্ফোরক মামলায় মহিলা লীগ নেত্রীসহ চার জেলায় গ্রেপ্তার ৫
বিস্ফোরক মামলায় মহিলা লীগ নেত্রীসহ চার জেলায় গ্রেপ্তার ৫

পাবনার চাটমোহরের বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া মহিলা লীগ নেত্রীসহ চার জেলায় বিভিন্ন অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাবনা ছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজার, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ফরিদপুরের ভাঙ্গা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত-

পাবনা প্রতিনিধি জানান, পাবনার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শনিবার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে পাঠানো হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের্ যাব -১১ এর একটি টিম বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। শনিবার ভোর পৌনে ৫ টায় উপজেলার বিশনন্দী ফেরীঘাট এর টোল পস্নাজা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও তাদের কাছ থেকে দুটি বস্তায় মোড়ানো ২৪ কেজি গাঁজা উদ্ধার করের্ যাব। গ্রেপ্তাররা হচ্ছেন, খুলনা জেলার তেরখাদা উপজেলার মোলস্নাবাড়ী এলাকার গোলাম রসুলের ছেলে তুষার মোলস্না (৩০) ও বাগেরহাট জেলার মোলস্নাহাট থানার পশ্চিম চর খাকড়া এলাকার সহিদ মিয়ার ছেলে শেখ কামরুল ইসলাম (২৩)। এ ব্যাপারের্ যাব -১১ সিদ্ধিরগঞ্জ এর ডিএডি আরিফুল হক বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দিয়ে তাদের ওই থানায় সোপর্দ করেন।

আড়াইহাজার থানার ওসি এনামুল হক জানান, গ্রেপ্তারদের শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে জয়নাল (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়নাল ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামের সুরুজ আলীর ছেলে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি টিম পান্ডারগাঁও নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জয়নালের কাছ থেকে ১২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে আরও সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ৬ কেজি গাঁজাসহ শেখ জনিফ ওরফে জনি (৪৩) নামক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরসভার বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছে। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে