রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাবুগঞ্জে রাব্বি ও সখীপুরে সালাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-আল্টিমেটাম

স্বদেশ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাবুগঞ্জে রাব্বি ও সখীপুরে সালাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-আল্টিমেটাম
বরিশালের বাবুগঞ্জে রাব্বি হত্যার বিচার দবিতে স্বজনও এলাকাবাসী মহাসড়ক অবরোধ -যাযাদি

বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি ও টাঙ্গাইলের সখীপুরে সালাম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র রাব্বি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় ঘণ্টা খানেক মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার। তিনি ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে জনতা।

এ সময় ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন নিহত রাব্বির ভাই জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান।

উলেস্নখ্য, নিখোঁজের চার দিন পর গত বুধবার সকালে পূর্ব রহমতপুর গোডাউন এলাকায় বাচ্চু হাওলাদারের ছোট ছেলে রাব্বি হাওলাদারের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এয়ারপোর্ট থানা পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারায় শনিবার সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যাকান্ডে জড়িতদের দ্রম্নত গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসনগঞ্জ চকচকিয়া বাজারে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, ব্যবসায়ী সালাম মিয়ার খুনিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরে ওই খুনিদের রিমান্ডের এনে তাদের কাছ থেকে বের করতে হবে এই নির্মমতার কারণ কি।

মানববন্ধনে ছোরহাব আলী মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, যুবদল নেতা নুর-ই আযম, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, নিহতের মামা পুলিশ সদস্য সিদ্দিক হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন আহম্মেদ, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আইয়ুব আলী, নোমান সিকদার প্রমুখ।

উলেস্নখ্য, গত বুধবার দিবাগত রাতে ব্যবসায়ী সালাম মিয়াকে গলাকেটে হত্যা করে লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে