শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পুলিশের জালে ধরা একাধিক মামলার আসামি রানা

চট্টগ্রাম বু্যরো
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
পুলিশের জালে ধরা একাধিক মামলার আসামি রানা

চট্টগ্রামের সদরঘাটে একাধিক মামলার আসামি রানা (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর সদরঘাট থানাধীন ফিরিঙ্গি বাজার চেয়ারম্যান ঘাটের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার আসামি রানা চট্টগ্রাম জেলার সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোডের সাহেব পাড়ার মৃত মো. রফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামী সরকার থাকাকালীন রাজনৈতিক নেতাকর্মীর ছত্রছায়ায় সদরঘাট এলাকায় চাঁদাবাজি ও দখলদারির মূল হোতা ছিলেন রানা। অস্ত্রের ভয় দেখিয়ে মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন তিনি। এ ছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে