'ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি' এ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিিিনধদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ইপিআই চত্ত্বর থেকে শুরু করের্ যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, লেপ্রসি মিশনের প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ ও ডিবিএলমএম হাসপাতালের ইনচার্জ পবন রোজারিও। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার ইতা হাঁসদা।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে সকাল দশটায় পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি র?্যালি বের করা হয়।র্ যালিটি শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর ২৫০সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ১০ জন কুষ্ঠ রোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, ডা. মোহাম্মদ ফজলুর রহমান, ডাঃ এস এম মাসুদুজ্জামান, ডা. উম্মে হোমায়রা আয়েশা, ডা. মো. ইনজামাম উল হক ডা. কামরুন নাহারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে সিভিল সার্জন অফিস ও ওয়েলফেয়ার ইফোর্টস (উই)'র আয়োজনে রোববার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটির্ যালি বের করা হয়। পরে বিকলাঙ্গতা রোধ ও কুষ্ঠ রোগ নির্মুলে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিলিথা ইসলাম, ডিস্ট্রিক্ট সার্ভিসেল মেডিকেল অফিসার আব্দুল আল মেহেদি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, উই'র পরিচালক শরিফা খাতুন ও ইন্টারন্যাশনাল বাংলাদেশ ল্যাস্পোসি মিশন মুশফিকুর রহমানসহ অন্যরা অংশ নেন।