কলেজ প্রতিষ্ঠাতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ও কুমিলস্নার মুরাদনগরে শিক্ষার্থীদের মানববন্ধন-মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়াও শেরপুরের নালিতাবাড়ীতে ক্লিন এনার্জি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরের আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও বিএনপি কর্মী আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মিথ্যা এবং যড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।
রোববার উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ জানান তারা। আতাউর রহমান খোকন সরকার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের প্রয়াত আব্দুল আওয়াল সরকারের ছেলে। তিনি আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের দাতা সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'খবর পেয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করি। মামলা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের অব্যহতি দেওয়া হবে।'
মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগর উপজেলার দীঘিরপাড় বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠা সালাউদ্দিন আহমেদ বাদলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেলে ওই কলেজের সামনে এ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় এলাকার কুচক্রী মহল কর্তৃক বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদ করা হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ওমর ফারুকসরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, ব্যবসায়ী ফারুক হোসেন প্রমুখ।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ীতে 'ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ জীবশ্ম জালানিকে না বলুন' এ শ্লোগানে মানববন্ধন করেছে নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক)। রোববার উপজেলা পরিষদের সামনে রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি পরিচ্ছন্ন অপরিহার্য সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসাবে বৈশ্বিকভাবে বিবেচিত। দিবসটি উপলক্ষে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহনে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১২টি সুপারিশসমূহ প্রস্তাব করেছে।