শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে ও চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

স্বদেশ ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে ও চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে ও চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে যুবক ও চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আ. মালেক (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্বার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়াবিলা গ্রামের লাল স্কুলের পাশে জনৈক আবু কায়সারের পুকুর থেকে এ মরদেহ উদ্বার করা হয়। নিহত ব্যক্তি তেলিগ্রাম গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকের মিস্ত্রি বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান লাশ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি পরিহিত যুবকের বিকৃত মরদেহ উদ্বার করে। নিহত ওই যুবক ৪ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বলেও পলিশ জানায়। তবে এ সংক্রান্ত ঘটনায় নিহতের পরিবার থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করেননি।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট শেষে বলা যাবে কীভাবে মৃতু্য হয়েছে।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রোমান (২২) নামের এক বাইক আরোহীর মৃতু্য হয়েছে। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় ঘটনাটি ঘটে। রোমান উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকার আব্দুস ছবুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোমান তার এক বন্ধুকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে ড্রাইভার পলাতক রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে