শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রামের প্রবাসী ওবায়দুল হক

চট্টগ্রাম বু্যরো
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রামের প্রবাসী ওবায়দুল হক

বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের মর্যাদায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আরব আমিরাত প্রবাসী ওবায়দুল হক চৌধুরী। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ১৮ ডিসেম্বর ঢাকা উসমানি মেমোরিয়াল অডিটোরিয়ামে সিআইপি সংবর্ধনা দেওয়া হয়। ২০২৩-২০২৪ সালে যারা সিআইপি নির্বাচিত হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ সিআইপি পদমর্যাদা পেয়েছে আরব আমিরাত থেকে।

গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে মোমেনিন ওমেন্স অ্যাসোসিয়েশনে ৬১ জন আমিরাতপ্রবাসী সিআইপিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই কনসুলেট জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমানের শাসকের ছেলে শেখ মোহাম্মদ সাঈদ রশিদ হুমাইদ।

বাংলাদেশ সরকার ঘোষিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ সালের জন্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অভিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন ওবায়দুল হক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে