শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

যান্ত্রিক ত্রম্নটিতে বন্ধ থাকার পর সিইউএফএলে ফের সার উৎপাদন শুরু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
যান্ত্রিক ত্রম্নটিতে বন্ধ থাকার পর সিইউএফএলে ফের সার উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রম্নটিতে ৩ জানুয়ারি ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। যান্ত্রিক ত্রম্নটি সারানোর মাধ্যমে প্রায় তিন সপ্তাহ পর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

সিইউএফএল সূত্র জানায়, দুই বছর ধরে কখনো যান্ত্রিক ত্রম্নটি, কখনো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে সিইউএফএলে। ২০২৩-২৪ অর্থবছরে কেবল ৫ দিন চালু ছিল রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছরের ৭ ফেব্রম্নয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা ১০ মাস পর গত ১৩ অক্টোবর পুনরায় কারখানা চালু হয়। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রম্নটি দেখা দেয়।

সিইউএফএল সূত্র জানায়, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হওয়ার সময় ইউরিয়া উৎপাদনক্ষমতা ছিল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে কারখানাটি।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার রাত আড়াইটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানায় উৎপাদন শুরু হওয়ায় শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা আনন্দিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে