শোরুম উদ্বোধন
ম রাজশাহী অফিস
রাজশাহীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো রয়েল ইনফিল্ড মোটর সাইকেল। রোববার দুপুরে নগরীর ভদ্রা মোড় এলাকায় ইফাদ মটরস্ লিমিটেডের রয়েল ইনফিল্ড মোটর সাইকেলের অফিসিয়াল শোরুম উদ্বোধন করা হয়।
১৯০১ সালে ইংল্যান্ডে যাত্রা শুরু করে রয়েল ইনফিল্ড মোটরসাইকেল। বর্তমানে নতুন উদ্যমে স্বপ্নের রয়েল ইনফিল্ড মোটর সাইকেল হাতের নাগালে পাচ্ছে বাংলাদেশিরাও। তবে এবার রাজশাহীতেই এই মোটর সাইকেল পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ মটরস্ লিমিটেড ও রয়েল ইনফিল্ড মোটর সাইকেলের হেড অব বিজনেজ মুঈদুর রহমান তানভীর, হেড অব সার্ভিসের রাসেল কবির, রয়েল ইনফিল্ড মোটর সাইকেলের রাজশাহীর চ্যানেল পার্টনার জামাল হোসেন, এরিয়া সেলস্ ম্যানেজার আসিফ আলিফ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে ঢাকাস্থ নতুন প্রজন্মের উদ্যোগে গত শনিবার সকালে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ নতুন প্রজন্মের স্থায়ীয় কমিটির চেয়ারম্যান মাহবুব আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোলস্না বশির আহামেদ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফজলুল হক, ঢাকাস্থ নতুন প্রজন্ম আগৈলঝাড়ার প্রতিষ্ঠা আজিজুল ইসলাম ইমন, স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মুরাদুল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পৌরশহরের প্রাণকেন্দ্রে স্কুল মাঠে রোববার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও গাজালা পারভিন রুহি। প্রধান শিক্ষক দেবব্রত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফকরুল আলম হানিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আক্তার খাঁন প্রমুখ।
কমিটি গঠন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. শাহরিয়ার আবদুলস্নাহ্ পারভেজকে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন। গত শনিবার রাতে উপজেলার বাহারচড়া ইউপির বশির উলস্নাহ বাজার মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন।
মেলা উদ্বোধন
ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে দুইদিনব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ইউএনও)ফাতেহা তুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি প্রমুখ।
কর্মী সম্মেলন
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মিয়াবাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল। বিশেষ অতিথি ছিলেন কুমিলস্না দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিলস্না দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিন, কুমিলস্না দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী কবির প্রমুখ।
সংবর্ধনা প্রদান
ম কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সংবর্ধিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান মিজান। শনিবার বিকেলে আবু মাঝির হাট বস্নাড ব্যাংকের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবু মাঝির হাট বস্নাড ব্যাংকের উপদেষ্টা হারুনুর রশিদ আল হারুন সিআইপি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী আবুল কাশেম, চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো. শাহজাহান প্রমুখ।
আলোচনা সভা
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুরে 'বিজয়ের উলস্নাসে, তারুণ্যের উচ্ছ্বাসে' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা তথ্য অফিসের আয়োজনে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। আরও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মজুমদার, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুলস্নাহ আল মাসুদ, শিক্ষার্থী ফারজানা ইসলাম লুবনা, তামিম শেখ, লতা আক্তার প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলন
ম গাইবান্ধা প্রতিনিধি
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন রোববার স্থানীয় এম.এন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আইবিডবিস্নউএফ'র কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম পাবনা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের আহবানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পাবনায় কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন মাঠে শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যকে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সহ-সভাপতি কামাল সিদ্দিকী, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কমল শেখ টিটু রেড ক্রিসেন্ট সোসাইটির সাঈদ মোহাম্মদ শামীম রহমান, আরিফ আহম্মেদ।
কমিটি গঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ঢাকাস্থ দিনাজপুরের পার্বতীপুর সমিতি কমিটি গঠিত হয়েছে। পার্বতীপুর সমিতি ঢাকার আয়োজনে ২০২৫ বার্ষিক বনভোজনে প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে মেজর (অব.) মিজানুর রহমানকে সভাপতি, মাহাবুবার রহমানকে সাধারণ সম্পাদক ও ফেরদৌস মাহমুদ গালিবকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২০২৭ মেয়াদে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সমিতির নির্বাচন
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লি. এর ত্রিবার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভোট অনুষ্ঠিত হয়। ৪৬০ জন ভোটারের মধ্য ৪২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি আব্দুল জব্বার ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বেলস্নাল মোড়ল ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শীতবস্ত্র বিতরণ
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের শাইলস্নার মোড় জামে মসজিদ কমিটি'র উদ্যোগে জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ্ মাঠে ও সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অবস্থিত কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শাইলস্নার মোড় মসজিদ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মশিউর রহমান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য মহিউদ্দিন বেলাল (বেলু), সাইফুল ইসলাম, উদায়ন সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়
ম মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরিফুজ্জামান জাহাঙ্গীর রোববার মুকসুদপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও মুকসুদপুর প্রে সক্লাব উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মিজান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম ফরহাদ রিপন ও বিএনপির সাবেক নেতৃবৃন্দ, মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহমেদ কবির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরেফিন মুক্তা, সদস্য ইসমাইল হোসেন পান্নু ও সদস্য সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
যুব সমাবেশ
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামের যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা সামন্তা বাজারে শনিবার বিকেলে এ সমাবেশের আয়োজন করে কাজিরবেড় ইউনিয়ন যুব বিভাগ। সমাবেশে কাজিরবেড় ইউনিয়ন জামায়াতে আমির মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, স্থানীয় জনপ্রতিনিধি মাওলানা আব্দুল আলীসহ যুব বিভাগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজিরবেড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি প্রকৌশলী জহুরুল হক।
সাংস্কৃতিক প্রতিযোগিতা
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার কলেজ মাঠে ৬ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতায় প্রায় ১৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ শেষে এদিন পুরষ্কার বিতরণ করা হয়।
প্রভাষক জয়নাল আবেদীন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- আন্তঃক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক সৌরভ কুমার সেনগুপ্ত, বহিঃক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক আজাদ উদ্দিন।
ওটি চালু
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপরেশন থিয়েটারের যাত্রা শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স। দীর্ঘ ৫৯ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি) সেবা। গত শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী ও সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ অপারেশন থিয়েটার উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল আহাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা.পার্থ জ্বীময় সরকার প্রমুখ।
ত্রি-বার্ষিক কাউন্সিল
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ স্কাউট কচুয়া উপজেলা শাখার ১৫ তম ত্রি- বার্ষিক কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউট কচুয়া উপজেলা শাখার আয়োজনে ১৫ তম ত্রি- বার্ষিক কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়। ইউএনও কে এম আবু নাওশাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস প্রমুখ।
ব্যাংকভবন স্থানান্তর
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি'র নেত্রকোনা জেলার বারহাট্টা শাখার কার্যক্রম রোববার থেকে স্থানীয় বারহাট্টাবাজারে শুরু হয়েছে। এর আগে শহরের গোপালপুরবাজার থেকে শাখাটি এই বারহাট্টাবাজারের একটি নতুন ভবনে স্থানান্তর করা হয়। নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে শাখাটির পক্ষ হতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের নেত্রকোনা অঞ্চলের প্রধান (ভারপ্রাপ্ত) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) নূরুল ইসলাম, নেত্রকোণা শাখার এজিএম মো. আলমগীর, বারহাট্টা শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ, বারহাট্টা থানার ওসি কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বরণ অনুষ্ঠান
ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নগরকান্দার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও নবগঠিত ম্যানেজিং কমিটির বরণ অনুষ্ঠান হয়েছে। রোববার বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি হানিফ মন্ডলকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি। এরপর বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোলস্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হানিফ মন্ডল। বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা ও সুকুমার চন্দ্র সাহা প্রমুখ।
কর্মশালা উদ্বোধন
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পোল্ট্রি শিল্প বিকাশে খামারীদের কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার বোয়ালিয়ায় আস্থা এগ্রো ফার্মের উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাহফুজুর রহমান। ফার্মের পরিচালক সোহেল নওরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খাদেমুল ইসলামসহ আস্থা এগ্রো ফার্মের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারীরা।