বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'গত ১৬ বছরে ফ্যাসীবাদি আওয়ামী লীগ সরকার দেশকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। আমরা এমনও দেখেছি; দেশে শেয়ার মার্কেট ছিল, কিন্তু শেয়ার মার্কেটে ৩২ লাখ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা তিস্তার পানির নায্য হিস্যা গত ১৬ বছরে পাইনি। নতজানু পররাষ্ট্র নীতির কারনে বাংলাদেশ বিদেশীদের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত হয়েছিল।'
গত মঙ্গলবার সন্ধ্যায় ভোলার মনপুরা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার হাজিরহাট বাজার সদর রোডে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত গণসংর্বধনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম কায়েদ, চরফ্যাশন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।