বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে আমানতকারীদের কোটি টাকা হাতিয়ে এনজিও উধাও!

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
.

টাঙ্গাইল শহরের সবুজবাগ বাগানবাড়ীতে অবস্থিত ইয়ং ইকোনমিক সোসাইটি (ইয়েস) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাহকদের আমানতের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার টাঙ্গাইল প্রেস ক্লাবে ওই সংস্থার আমানতকারীরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সংস্থার বাগানবাড়ী শাখার সাবেক হিসাব রক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) ও আমানতকারী নিতাই চন্দ্র রায় লিখিত বক্তব্যে জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়েস'র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নেন। ২০২০ সালে সংস্থার কার্যক্রম চালু করা হয়। পর্যায়ক্রমে সংস্থাটি বিভিন্ন স্থানে ৯টি শাখার মাধ্যমে আমানত সংগ্রহ শুরু করে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইয়েস'র ৯ শাখার মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আমানত ও সঞ্চয় সংগ্রহ করা হয়। এরমধ্যে শুধুমাত্র শহরের সবুজবাগ বাগানবাড়ীর প্রধান শাখা থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়। চলতি বছরের শুরুতে আমানতকারীদের জমানো টাকা ফেরত না দিয়ে সবকটি শাখা বন্ধ করে নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন পালিয়ে যান। কোনো কোনো গ্রাহক তার দেখা পেলেও টাকা ফেরত দেওয়ার তারিখ দিয়ে আবার পালিয়ে যান। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ইয়েস নামক এনজিওতে যাদের চাকরি হয়েছে তারাও ৩, ৫ ও ৭ লাখ টাকা করে আমানত রেখেছেন। ২০২১ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত আমানতকারীদের জমাকৃত টাকার বিপরীতে লাভের অংশ পরিশোধ করা হয়েছে। এরপর আমানতকারীরা জমাকৃত টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে চলতি বছরের শুরুতে হঠাৎ সব শাখা বন্ধ করে সংস্থার প্রায় ১৫ কোটি টাকা নিয়ে নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন পালিয়ে গেছেন। জমাকৃত টাকা ফেরত না পাওয়ায় অনেক গ্রাহকের বাড়িতে পারিবারিক কলহ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে জমাকৃত টাকা ফেরত পেতে আমানতকারীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ওই সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের সালমা পারভীন, নাসরিন সুলতানা, ইয়াছমিন আক্তার স্মৃতি, হাসনা আক্তার, রীতা রাণী সরকার, আমিনা আক্তার, বিথী আক্তার, বিউটি আক্তার, মনোরঞ্জন সরকার, মলিনা বসাকসহ ২৫ জনের বেশি আমানতকারী উপস্থিত ছিলেন। ইয়ং ইকোনমিক সোসাইটির (ইয়েস) নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের মোবাইল ফোনে (০১৭১১১৮৭৪২০) বারবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে