আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদু্যৎ ব্যবহার করছিলেন রবিউল ইসলাম নামের এক অটো গ্যারেজ মালিক। খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেখানে অভিযান পরিচালনা করে বিদু্যৎ বিভাগ। এ সময় অবৈধ উপায়ে ও চুরি করে বিদু্যৎ ব্যবহারের দায়ে ওই গ্রাহককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে ওই দন্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। এ সময় পলস্নী বিদুৎ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম (৪০) শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি অটোরিকশা গ্যারেজ দিয়ে ব্যবসা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, অভিযানে অবৈধ উপায়ে বিদু্যৎ ব্যবহারের বিষয়টি প্রমাণিত হওয়ায় রবিউল ইসলাম নামের ওই গ্রাহককে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।