নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুরিন্দা এলাকায় বারো আউলিয়া ফ্যাক্টরিতে ডাকাতি করার সময় ৫ ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। তা ছাড়া পৃথক মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক ও গণপিটুনীর শিকার ডাকাতরা হচ্ছেন- ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকার বাসিন্দা রুহুল আমীনের ছেলে খায়রুল ইসলাম (২৭), টুঙ্গিবাড়ী থানার হাসাইল এলাকার খাইরুল হোসেনের পুত্র আলমগীর (২৮), যাত্রাবাড়ী থানার সুতি খালপাড় এলাকার বাসিন্দা মোক্তার আলী হাওলাদারের পুত্র মো. শাহীন (৩০), বরিশালের বরগুনা থানার রাজগুরু এলাকার কামরুজ্জামান খানের পুত্র তানভীর আহাম্মেদ (২৫) এবং বরিশালের বানারীপাড়া থানার বাইশারী বাজার এলাকার শফিক মোলস্নার ছেলে জুয়েল (২৬)। তা ছাড়া আড়াইহাজার থানার মামলা নং ১২(১)২৫ এর সন্ধিগ্ধ আসামী আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কাইয়ুম (৩০) ও ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকার মৃত হানিফার পুত্র সাইফুল (২২)। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।