বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বেলাবোতে বড় ভাইয়ের কোপে ছোট ভাই খুন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বেলাবোতে বড় ভাইয়ের কোপে ছোট ভাই খুন

নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার। আহতের ঘটনাটি গত মঙ্গলবার উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে ঘটে। পরদিন বুধবার প্রদ্বীপ চন্দ্র সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা জানান, গলগলিয়া গ্রামে জীতেন্দ্র চন্দ্র সরকারের বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার ও ছোট ছেলে প্রদ্বীপ চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে তাদের জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই ফাঁকে উত্তেজিত হয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারকে (৬২) মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। প্রদ্বীপ মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে দুইটার দিকে ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকার মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে ঘাতক কৃষ্ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনা পর থেকে জড়িতরা পলাতক রয়েছেন। বেলাবো থানা ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের মেয়ে। আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে