বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে : নাজিমুর

চট্টগ্রাম বু্যরো
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে : নাজিমুর

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে। এই আস্থা যারা নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিএনপিতে কোনো স্থান নেই।

বুধবার বিকেলে নগরের লালখানবাজার সৈয়দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে 'রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক আলোচনা, প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লালখানবাজার ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম মজুমদার। ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছিম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল সাত্তার, আলহাজ্ব এ এইচ শাহ আলম, শফিকুর রহমান স্বপন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, আব্দুল হালিম স্বপন, ইউসুফ আলী, ইউসুফ জামাল, সৈয়দ ওমর ফারুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে