বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
আটপাড়ায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

শ্রীপুরের শিশু মিরাজকে নানীর বাড়ি বেড়াতে দিলো না ঘাতক অটোরিকশা!

স্বদেশ ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীপুরের শিশু মিরাজকে নানীর বাড়ি বেড়াতে দিলো না ঘাতক অটোরিকশা!
শ্রীপুরের শিশু মিরাজকে নানীর বাড়ি বেড়াতে দিলো না ঘাতক অটোরিকশা!

গাজীপুরের শ্রীপুরে নানী বাড়ি বেড়াতে যাওয়ার সময় অটোরিকশার ধাকক্কায় একজন শিশু নিহত হয়েছে। অন্যদিকে, নেত্রকোনার আটপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আ'লীগ নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনার আটপাড়া উপজেলার বাগজান এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দূয়জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল (৫২) নিহত এবং ২ যাত্রী আহত হয়েছে। বুধবার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল জেলা সদরে বসবাস করতেন। বুধবার সকালে বাসা থেকে বের হয়ে একটি সিএনজি যোগে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। সিএনজিটি তেলিগাতীর বাগজান এলাকায় পৌঁছলে মদন থেকে নেত্রকোনাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামালের মৃতু্য ঘটে। আহত ২ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়।

আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, নিহত কামরুজ্জামান কামালের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ব্যটারিচালিত অটোরিকশা চাপায় মো. মিরাজ নামের এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেংরা গ্রামের মিয়া মেম্বারের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিরাজ (৭) পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মায়ের সঙ্গে একটি অটোরিকশা করে নানার বাড়ি টেংরা এলাকায় যাচ্ছিল মিরাজ। তাদের বহনকারী অটোরিকশাটি গন্তব্যে পৌঁছার পর সড়কের পাশেই থামিয়ে ভাড়া দিচ্ছিলেন মিরাজের মা। এ সময় মায়ের কাছ থেকে আকস্মিকভাবে দৌড়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে চায় মিরাজ। সে সময় দ্রম্নত গতিতে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় মিরাজ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু মিরাজকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে