চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক করাকে কেন্দ্রকরে ছুরিকাঘাতে স্কুলছাত্র মুবিনুল হক মুমিন খুন হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে, চাঁদপুরের কচুয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশু ও খুলনার ডুমুরিয়ায় নিখোঁজ শিশুর মরাদেহ ঘের থেকে উদ্ধার করা হয়। প্রতিিিনধদের পাঠানো বিস্তারিত খবর-
চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি জানান, চাঁদপুরের কচুয়া উপজেলার ছোট ভবানীপুর এলাকায় ফারুক হোসেন (৪৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ফারুক হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে বিয়ের পর শ্বশুর বাড়ি কুমিলস্না জেলার বরুড়া থানার লক্ষ্ণীপুর-রহমগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন।
ছোট ভবানীপুর এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য আবু ছাইদ বলেন, সড়কের পাশে মরদেহ দেখে পুলিশ খবর দেওয়া হয়। ফারুকের পরিবার জানিয়েছে, তিনি নতুন অটোরিকশা কিনেছিলেন। চোরচক্র তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।
কচুয়া থানার ওসি জিয়া উদ্দিন জানান, মরদেহের গলায় একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় চোরচক্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুমিন একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় গুরতর আহত হয়েছে একই এলাকার রহমত উলস্নাহর পুত্র মুকিত উদ্দিন (১৭)।
জানা যায়, সন্ধ্যায় তারা দুই বন্ধু পূর্ব তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়। স্থানীয়রা ছুরিকাঘাতে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রেরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃতু্য হয়েছে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে। সম্প্রতি টিকটক একটি নেশায় রূপ নিয়েছে কিশোর কিশোরীদের মধ্যে। যার কারণে তরুণ সমাজ আজ বিপথে চলে যাচ্ছে।
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে আবু রায়হান আনসারী (৪) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রহমতপুর গ্রামে রবিউলের বাড়ির সামনের পুকুরের সামনে সহপাঠীদের সঙ্গে খেলা করার সময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোজাখুঁজি করার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুকুর থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় নিখোঁজ শিশু শ্রীনাথের লাশ ৩৩ ঘন্টা পর মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোনা বান্দা এলাকার জনৈক হংশুপতি'র মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়।
জানা যায়, শিশু শ্রীনাথ ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামের প্রভাষ রায়ের পুত্র। সেদিন মঙ্গলবার প্রভাষ রায় স্ত্রী-পুত্রকে নিয়ে তাদের ঘোনা এলাকায় মৎস্য ঘেরে যায়। কিছুক্ষণ পরে ঘেরে স্ত্রী-পুত্রকে রেখে প্রভাষ ঘোনা বাজারে সবজি বিক্রি করতে যায়। সেসময় শ্রীনাথ ঘেরের পূর্বপাশে বেড়ির উপর খেলছিল। সাড়ে ১২টার দিকে মা তাকিয়ে দেখেন শিশু নেই। পরে থানায় সাধারণ ডায়েরী করেন মা চন্দ্রা রায়। বৃহস্পতিবার সকালে পাশের ঘেরে ভাসতে দেখে থানায় খবর দেয় সস্থানীয়রা।