বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

১৭ বছর আগের হত্যা মামলায় নওগাঁয় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
১৭ বছর আগের হত্যা মামলায় নওগাঁয় ৫ জনের যাবজ্জীবন
১৭ বছর আগের হত্যা মামলায় নওগাঁয় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁর মহাদেবপুরে ১৭ বছর আগে আলোচিত ফজলুর রহমান হত্যাকান্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দন্ডবিদির ১৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে অতিরিক্ত আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুরা গ্রামের মৃত সুবিত আলীর ছেলে ইব্রাহিম (৬০), রাইগাঁ গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফ (৪৫) এবং একই গ্রামের তছির উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আব্দুস ছালাম (৬০) ও আবুল কালাম আজাদ (৫০)। রাষ ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

1

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেরে রাইগাঁ গ্রামে ফজলুর রহমান (৫৫) নামে এক পশু চিকিৎসককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ওইদিনই স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশের পর দ্বিতীয় দফায় তদন্ত শেষে আদালতে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। দীর্ঘ সময় ধরে মামলা চলাকালীন ৩ জন আসামির মৃতু্যও হয়। পরবর্তীতে ১৬ জনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে মামলা চলার পর ২২ জনের স্বাক্ষগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদন্ড এবং বাকীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানী করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সওকত ইলিয়াস কবির। আসাডিম পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট অমরিন্দ্রনাথ ঘোষ ও অ্যাডভোকেট মোকছেদ আলী মন্ডল। এদিকে, এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিহত ফজলুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম বলেন, এ রায়ে আমরা পুরোপুরি ন্যায় বিচার পাইনি। আরেক মূল আসামিকে খালাস দিয়েছেন বিচারক। তাই উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে