বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

অতিরিক্ত দায়িত্বে আজমিরীগঞ্জের ইউএনও, নিয়মিত সেবা ব্যাহত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অতিরিক্ত দায়িত্বে আজমিরীগঞ্জের ইউএনও, নিয়মিত সেবা ব্যাহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একই সঙ্গে ৩টি সরকারি দপ্তরের দায়িত্ব পালন করছেন। নিজ দায়িত্বের পাশাপাশি আজমিরীগঞ্জ পৌরসভা ও উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) শূণ্যপদগুলোতে তিনি ভারপ্রাপ্ত। এছাড়াও সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর।

ফলে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাসিন্দারা দূর দূরান্ত থেকে উপজেলা পরিষদে এসে নিজের কাজ তুলে নিতে পারছেন না। ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের বার বার আসা যাওয়া করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার নিজ দপ্তরের পাশাপাশি আজমিরীগঞ্জ পৌর প্রশাসক, এসিল্যান্ড ও ১২টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কলেজ এবং দাখিল মাদরাসার সভাপতি। প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার কাগজে স্বাক্ষর করতে হয় ইউএনওকে। দেখতে হয় তাদের ফাইলপত্র।

অন্তর্বর্তী সরকার উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। আগে বিভিন্ন দপ্তরের স্থায়ী কমিটির দায়িত্ব পালন করতেন মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যানগণ। উপজেলা পরিষদের চেয়ারম্যানও কয়েকটি কমিটিতে উপদেষ্টা ও সভাপতির দায়িত্বে থাকতেন। এখন তারা না থাকায় সব কমিটির দায়িত্ব ইউএনওর কাঁধে।

খোঁজ নিয়ে জানা যায়, জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য পৌর এলাক কয়েকজন অনলাইনে নিবন্ধন করে গত ১৩ জানুয়ারী পৌরসভা কার্যালয়ে জমা দেন। কিন্তু দীর্ঘদিন ধরে যোগাযোগ করার পর পৌরসভার এক কর্মকর্তা জানান, প্রশাসক (ইউএনও) বিভিন্ন কাজের ব্যস্থ্য থাকার কারণে স্বাক্ষর হচ্ছে না। এজন্য জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্র পাঠানো যায়নি।

পরিচয় গোপন রাখার শর্তে এক ভুক্তভোগী বলেন, দেশের প্রেক্ষাপট বিবেচনায় এতগুলো পদের দায়িত্বে থাকার কারণে ইউএনও'র স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। ফলে সেবা নিতে আসা মানুষের কাজে বিলম্ভ ও ভোগান্তি হচ্ছে। ইউএনওর ওপর চাপ কমাতে কিছু কাজ অন্য সরকারি কর্মকর্তাদের দেওয়া যেতে পারে। কারণ ইউএনওর পদটি এলাকার জন্য গুরুত্বপূর্ণ। তাঁকে চাপমুক্ত রাখলে ভালো সেবা পাওয়া যাবে।

এ ব্যাপারে আজমিরীগঞ্জের ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার খোয়াইকে বলেন, কাজ বেশি, তবে চেষ্টা করে যাচ্ছি। সেবা গ্রহনে কেউ বঞ্চিত হচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি সেবাদানের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে