শিবালয়ের চন্দ্র প্রতাপ বাশাইল গ্রামে শ্রী শ্রী আঘোর বাবার আশ্রমে বুধবার দুপুরে মহা প্রভুর ভোগ অনুষ্ঠিত হয়েছে। ওই আশ্রম প্রাঙ্গনে আশ্রম কমিটির সভাপতি উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক নিরঞ্জন সুত্রধরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা বাংলাদেশ হিন্দ, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি নিখিল মালো, সাধারন সম্পাদক বিকাশ সরকার, উথলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমির খান, ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, আঘোর বাবার ভক্ত রঘু বিশ্বাস, সমাজের মতর্ব্বর তারক সরকার, জিতেন বসু প্রমুখ। ওই আশ্রমের সভাপতি নিরঞ্জন সুত্রধর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ১০৫ তম বার্ষিক মহা প্রভুর ভোগ শেষে উপস্থিত বক্তদের মাধ্যে প্রসাদ বিতরন করা হয়েছে।