সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

স্বদেশ ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় 'তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার'। ঙ্গলবার দিবস পালন উপলক্ষে বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্যর্ যলি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবের্ যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।র্ যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নুর সালেহীন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ূন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার প্রমুখ।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের্ যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। পরে জেলা প্রশাসনের হলরুমে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আফসানা ইয়াসমিন ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)'র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারন নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনও পপি খাতুনের নেতৃত্বে একটির্ যালি বের হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও পপি খাতুনের সভাপতিত্বে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, থানার ওসি একেএম রেজাউল করিম, উপজেলা নারী কল্যাণ কর্মকর্তা আমিনা খাতুন, প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, গাবসারা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরের্ যলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মো. মঞ্জুরুল ইসলাম, আশরাফুল কবীর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েল, পলস্নী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির নুরনবী প্রধান, সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, সাংবাদিক ফারুক হোসেন, প্রমুখ।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে হোসেনপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- এসিল্যান্ড ফরিদ-আল-সোহান, উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী গালিব মুরর্শীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি, সমবায় অফিসার গোলাম মোরশেদ প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও ও উপজেলা পরিষদ প্রশাসক শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল প্রমুখ।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) বিকাশ চন্দ্র চাকমা, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ মুর্তজা আল আমিন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, পলস্নী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন, উপ সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভীর হোসেন, প্রেস ক্লাব সভাপতি রেজাউল হক প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটির্ যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

র্

যালি ও আলোচনা উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের বাগাতিপাড়ায় এ উপলক্ষে জামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ২ নং জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, ইউপি সদস্য শ্রী বাচ্চু কুমার দাস, শহিদুল ইসলাম, আব্দুস সালাম। উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য দিলরুবা খাতুন, দেলোয়ার হোসেন, আব্দুল আজিজ, আসমা খাতুন প্রমুখ।

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, ডেপুটি কমান্ডার সলেমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানূল ইসলাম মিঞা, হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ।

কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালন উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। ইউএনও মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ ইভা মলিস্নক, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপাজেলা সভাকক্ষে ইউএনও অনুপম দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগরে ইউএনও উজ্জ্বল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় অফিসার সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী প্রমুখ।

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, এসিল্যান্ড গোলাম মোস্তফা, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী আব্দুলস্নাহ আল রাশেদী, পৌরসভার নির্বাহী অফিসার মাসুদ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী মাতুব্বর, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, এসিল্যান্ড শেখ তাকী তাজওয়ার, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায়ন উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউপি প্রসাশনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। এতে এসিল্যান্ড নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এলজিইডি প্রকৌশলী এনএএম সুলতানুল ইমাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে ইউএনও সেলিম আহমেদের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এসিল্যান্ড আবিদা সিফাত, উপজেলা প্রকৌশলী তাহাজ্জাদ হোসেন, মৎস্য কর্মকর্তা শামিম হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আনসারী, উপ-সহকারী কৃষি অফিসার আতাউর রহমান সেলিম, সদর ইউনিয়ন পরিষদের সচিব মহিদুল হক লিপু প্রমুখ।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যের্ যালির আয়োজন করা হয়। এ সময় ইউএনও মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানসহ আরও অনেকে।

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বের্ যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় ইউএনও নাজনীন সুলতানা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন, উপজেলা এমও ডা: রিফাত শাহরিয়া, উপজেলা নির্বাচন অফিসার রুম্পা সরকার, মৎস্য অফিসার সুরজিৎ পারিয়াল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ছাইদুর রহমান, উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন ইউসুফ, উপজেলা পরিসংখ্যান অফিসার সাগর দত্ত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে