মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবা জব্দসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবা জব্দসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের উখিয়ার পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ ও এক পাচারকারী ও ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার উপজেলার সীমান্তবর্তী এলাকা পালংখালীর নলবুনিয়া এলাকায় বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন খান জানান, বিজিবির একটি অভিযানিক দল মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ আয়ুবুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি একই এলাকার জাহেদ আলমের পুত্র। অপরদিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করে ৩ প্রতিষ্ঠানের কাছে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার জেলার কর্মকর্তা শিমু বিশ্বাস ও সহকারী পরিচালক (সিএম) রঞ্জিত কুমার মলিস্নক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে