নাটোরের বাগাতিপাড়ায় অবশেষে অনুষ্ঠিত হলো পুলিশি বাধায় বন্ধ হয়ে যাওয়া সেই অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী গ্রামীণ যাত্রাপালা। বৃহস্পতিবার উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামে প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন নতুন উদ্দীপনায় মঞ্চস্থ হয়। গত মঙ্গলবার (২৫ ফেব্রচ্য়ারি) রাতে দোবিলা গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপালা শুরচ্র আগ মূহুর্তে হঠাৎ পুলিশি বাধায় বন্ধ হয়ে যায়। এঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রসাশনের নজরে আসে। পরে সংস্কৃতিকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সহযোগিতায় আবারও সকল প্রস্তুতি শেষে যাত্রপালা মঞ্চস্থ হয়। বন্ধ হয়ে যাওয়া এই আয়োজন পুনরায় শুরচ্ হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে।