ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে সুফী শেখ (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় জখম হয়েছে আরো তিনজন। নিহত সুফী শেখ ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে। হতাহতের এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলী ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। এসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ চারজকে কুপিয়ে জখম করে ইদ্রিস আলী ও তার লোকজন। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুফী শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর যাওয়ার পথে সুফী শেখ মারা যান।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।