রংপুরে নিখোঁজের ৪১ ুিদন পর সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হলো মাদ্রাসা্ শিক্ষার্থী দোলা মনির (৪) মরদেহ। ২৭ ফেব্রম্নয়ারি রাতে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেম্বর মহেশা বিজলের ঘুন্টি এলাকার আফজাল হোসেনের সেফটি ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী ও নিহতের পরিবার সূত্র জানায়, ধর্মেম্বর মহেশা বিজলের ঘুন্টি এলাকার দেলোয়ার হোসেনের শিশু কন্যা দোলা মনি ৪১ দিন আগে বাসা থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। এঘটনায় কাউনিয়া তানায় একটি নিখোঁজের ডায়রি করা হয়। শিশু কণ্যাকে না পেয়ে দেলোয়ার েেহাসেন সেনাবাহিনীর কাে লিখিত অভিযোগ করেন। রংপুরে ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে দোলা মনির লাশ উদ্ধার করা হয়। এঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।