সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় ২ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
চুয়াডাঙ্গায় ২ কেজি স্বর্ণ জব্দ

চুয়াডাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। ভারতে পাচারকালে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে নায়েক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে