নানা অপরাধে আট জেলায় ৪৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃক্ষলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম, নীলফামারী, বাগেরহাট, নাটোর, কুড়িগ্রামের রাজারহাট, কুমিলস্নার তিতাস দিনাজপুরের বিরামপুর ও হবিগঞ্জের মাধবপুরে এসব আসিামিকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গতহ শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে স্ত্রী হত্যা মামলার মৃতু্যদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেমকে ১৮বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গাজীপুর জেলা থেকের্ যাবের সহায়তায় গ্রেপ্তার করে নীলফামারী থানা পুলিশের একটি টিম। আবুল কাশেম জেলা শহরের বারইপাড়া এলাকার মৃত আলীজানের ছেলে।
পুলিশ জানায়, ২০০৭ সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুতে রাখেন। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে একটি মামলা করেন সদর থানায়। ওই মামলায় আদালত আবুল কাশেমের মৃতু্যদন্ড দেন। নীলফামারী থানার ওসি এম আর সাঈদ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। নিশ্চিত হয়েই গতরাতে অভিযান পরিচালনা করে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় আরও ৬ জন গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক কাজী মো. শহিদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডেভিল হান্ট অভিযানে গত ২৩ দিনে বাগেরহাট জেলায় মোট ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ৪ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শফিকুল ইসলাম কালিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালিয়া নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণির ছেলে। নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের হরিশপুর এলাকায় একটি বিলে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কালিয়াকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে আতাউর রহমানের ছেলে গণি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলামকে (৩২) মাদকসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ৯২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ১৮ মামলার আসামি সাগর আহমেদকে সঙ্গীসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে উপজেলার মৌটুপী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের রেইনকোট, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিরোধে চিহ্নিত ডাকাতদের আটক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তার সাগর আহমেদ (৩৫) উপজেলার শাহপুর গ্রামের সামছুল হকের ছেলে এবং তার সঙ্গী জাহিদ হাসান সুজন (৪১) মৌটুপী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে। দুইজনকে সেনাবাহিনী রাতে তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রোববার সকালে তাদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকার পাটনচড়া বাজারের রাস্তার উপর থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাসিনুর সরকার (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে গত ২৮ ফেব্রম্নয়ারী বিরামপুর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামি হাসিনুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খিয়ার মামুদপুর গ্রামের কাজেম উদ্দির সরকারের ছেলে। তিনি ইউপি সদস্য শুকুর আলীর আপন ছোট ভাই বলে বিরামপুর থানাসূত্র জানিয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। শনিবার রাতের্ যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাঞ্জের একটি আভিযানিক দল উলেস্নখিত এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি ভারতীয় গাঁজাসহ উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে সিফাত আলী (৪২) আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত মিয়াব আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২) ও একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে আলমগীর মিয়াকে (২৫) গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।