নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো ৭ম জাতীয় ভোটার দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় 'তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে।' এ উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরের লাভ লেনস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দিনব্যাপি এনআইডি সেবা কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে চট্টগ্রাম নগরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ সময় তিনি বলেছেন, 'ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে পুনরুদ্ধার করতে হবে। যে কোনও শর্তে, যে কোনও অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের।'
এরআগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের নেতৃত্বে সার্কিট হাউস থেকে একর্ যালি বের করা হয়। সভায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাহমুদুল হাসান।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রোববার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জেলায় মোট ভোটার রয়েছেন ১৫লাখ ৫০হাজার ৭৭৩জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭লাখ ৮৬হাজার ৪৪২জন এবং নারী ভোটার রয়েছেন ৭লাখ ৬৪হাজার ৩২৩জন ও হিজরা রয়েছেন ৮জন।
খুলনা প্রতিনিধি জানান, খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, 'এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি।'
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিনসহ রহমান, মাইসা ইসলাম, পলাশ উদ্দিন।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, 'ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে। প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও বটে।'
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সমাজসেবা অফিসার সোহেল রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র, আত্রাই থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জের্ যালিতে নেতৃত্ব দেন ইউএনও মাসুদ রানা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক মেসবাহ উল হক তুহিন, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর নির্বাচন অফিসের সামনে থেকের্ যালি বের হয়। উপজেলা নির্বাচন অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিঞা, অধ্যাপক এসএম জাহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মিজানুর রহমান। তার সভাপতিত্বে ও সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের সহকারী অধ্যাপক এবিএম মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দিলীপ দাস, সাংবাদিক সাইফুলস্নাহ শামীম, নতুন ভোটার কলেজ ছাত্র
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জামাল হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী কবির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে ইউএনও মারুফ হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চন্দনাইশে ইউএনও রাজিব হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর এলডিপির সদস্য সচিব মোহাম্মদ আকতারউদ্দিন, সাংবাদিক জাবের বিন আরজু, সৈয়দ শিবলী সাদেক কফিল।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার, সমাজসেবা কর্মকর্তা লতিফুর রহমান প্রমুখ।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার নূর জাহান, কৃষি অফিসার সামিদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার আশরাফ আলী, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আবু সুফিয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম প্রমুখ।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার হাকিম উদ্দীন প্রধান। আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, সহকারি শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, পুলিশ পরির্দশক তদন্ত লিমন বোস, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক এবং পলস্নী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা প্রমুখ।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূইয়া, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহাবায়ক আওয়াল চৌধুরী প্রমুখ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক মনজুরুল হক প্রমুখ।
কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. রাশেদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান মিয়া, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ অনেকে।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জের্ যালিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মী, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলাম, প্রকৌশলী রেজাউল হক, হিসাবরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ঈসমাইল ভূঁইয়া, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা শরীফ আল রায়হান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় বর্ণাঢ্যর্ যালিতে উপস্থিত ছিলেন ইউএনও কেএম আবু নওশাদ, উপজেলা নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আছিয়া বেগম প্রমুখ।
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচনা সভায় ইউএনও নেছার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম। সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান প্রমুখ।
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর মোহনপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর ইউএনও আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা বরেন্দ্র প্রকৌশলী গোলাম মোস্তফা ফারুক, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহিদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আওয়াল, সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা প্রমখ।
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও দীপ জন মিত্রর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, নকলা সরকারি জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুম প্রমুখ।
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাসফিকা হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবউদ্দিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সাজওয়ার রহমান প্রমুখ।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইউএনও রণী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুলস্নাহ আল মামুনের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, রিপোর্টার রনজিৎ বর্মন, মাসুম বিল্যা প্রমুখ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায়র্ যালিতে নেতৃত্ব দেন ইউএনও আরিফ আদনান।র্ যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভায় ইউএনও আল ইমরানের সভাপত্বিতে এবং উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরফানুল আলম, প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, জাতীয় নাগরিক কমিটির সদস্য রায়হানুল ইসলাম রাজু প্রমুখ।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে আলোচনা সভায় ইউএনও সজীব কান্তি রুদ্রর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, রাজস্থলী থানার এসআই হাফিজুল ইসলাম প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে ইউএনও জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, পলস্নী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাব্বির হাসান।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সুকান্ত সাহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামির আমির মোস্তাফিজুর রহমান কাউসার, উপজেলা সমাজসেবা অফিসার কেএম আবু রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস প্রমুখ।