সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীর অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
ফুলবাড়ীর অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের অটোরিকশা চালক হেলাল মিয়ার (২৬) লাশ নাগেশ্বরী উপজেলার একারো মাথা সংলগ্ন নেওয়াশী এলাকার হিরার কুটি মহিষের দোলা গ্রামের একটি বোরোধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

গত শনিবার ফুলবাড়ী থানা পুলিশ ও নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার ও লাশের পরিচয় সনাক্ত করেছে। নিহত যুবক হেলাল মিয়া ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, 'নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার বাসিন্দা হওয়ায় আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশ নাগেশ্বরী এলাকায় বোরোধান ক্ষেতে পরে থাকায় নাগেশ্বরী থানার ওসি ও এসপি সার্কেল ঘটনাস্থলে আসেন। ময়না তদন্তের জন্য লাশটি নাগেশ্বরী থানা পুলিশ নিয়ে যায়।'

ওসি জানান, দুই থানা পুলিশের সুরতহাল রিপোর্ট তৈরিতে দেখা যায় নিহতের মাথায় কাঠের হাতল জাতীয় জিনিসের দ্বারা আঘাতের একাধিক চিহৃ ও লোহার রডের খোঁচার চিহৃ। এতে বোঝা যাচ্ছে, নিহতের অটোরিকশাটি ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

ওসি মামুনুর রশীদ আরও জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে নিহত হেলাল মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে সে আর বাড়িতে আসেনি। শনিবার সকাল ৯ টার দিকে নাগেশ্বরী উপজেলার একারো মাথা সংলগ্ন নেওয়াশী এলাকার হিরার কুটি মহিষের দোলা গ্রামের একটি বোরোধান ক্ষেতে হেলালের লাশের সন্ধান পাওয়া গেলে পরিবারের লোকজন জানতে পারে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রম্নত গ্রেপ্তারের জন্য দুই থানা পুলিশ কঠোর কার্যক্রম চালাবে বলেও জানান ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে