সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ভবন উদ্বোধন

\হঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে গোপালপুর শহীদ রশিদ চৌধুরী দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপ-সচিব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলি। বিশেষ অতিথি ছিলেন ইউএনও রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী।

দোয়া মাহফিল

\হইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার ক্রীড়াবিদ ও ইসলামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের স্মরণে ১১তম মৃতু্য বার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার সন্ধায় ইসলামপুর প্রেস ক্লাব হল রুমে প্রেস ক্লাবের সভাপতি মােরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে আসনাদ হোসেন সোহান। উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, মোহনা টিভি প্রতিনিধি ওসমান হারুনী, ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত লায়ন, জবাবদিহি প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল প্রতিনিধি।

খাদ্য সহায়তা

\হকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের দুস্থ্য ও হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী নাইম এস আহমেদ। তিনি ওই গ্রামের অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে ইফতার, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। রোববার উপজেলার ভাদার্ত্তী গ্রামের প্রবাসী নাইম এস আহমেদের গ্রামের বাড়ি থেকে এসব বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী কেনার জন্য নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ছোলা (বুট), এক কেজি চিনি ও পাঁচ কেজি আলু।

\হ

হুইলচেয়ার প্রদান

\হকুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ১২০ জন প্রতিবন্ধী এবং অসহায় মানুষকে হুইলচেয়ার ও রমজানের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় শনিবার উপজেলার কর্মধা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়। প্রবীণ শিক্ষক আব্দুল খালিকের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সুহাইলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা আমির, আব্দুল মুন্তাজিম, শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট

ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২২তম আসরের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় শক্তিশালী বোয়ালখালী ফুটবল একাডেমীকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক এমইদ্রিস চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক খলিলুর রহমান। এবিটস'র আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাফ্‌ফার নাহার ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র পরিচালক আহমেদুল হক।

দোকান উদ্বোধন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিউ মার্কেটের নিচতলায় ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম ও উপজেলা ছাত্র সমন্বয় তারেক আহমেদ সম্রাট প্রমুখ।

ইফতারসামগ্রী বিতরণ

ম বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীতে রমযানের শুরুতেই পাঁচ শতাধিক অসহায় পরিবার পেয়েছে ইফতার উপহার সামগ্রী। গত শনিবার বিকেলে উপজেলার চৌমুহনী পৌর হাজীপুরে রজনীগন্ধা স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে এ ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুর রহমান বাহারসহ স্থাণীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে ৩৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ ক্যাস্পাসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষের সহধমিনী ও শিক্ষাবিদ ফেরদৌসি পারভীন। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আয়ুব আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।

কম্পিউটার প্রশিক্ষণ

ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হইলস ফর আন্ডার প্রিভিলেজড করাদ ইয়া পিপল অব বাংলাদেশ (টেকাব) ২য় পর্যায় প্রকল্পের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক দুই মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। রোববার উপজেলা চত্বরে ৪০ জন শিক্ষার্থী দুই মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

সামগ্রী বিতরণ

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন (৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)।

রোববার উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশপাশের এলাকার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন জোন এ্যাডজুটেন্ট লে. শেখ সাব্বির আহমেদ ও লেফটেন্যান্ট আ. মান্নান।

মসজিদ উদ্বোধন

ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় তারাবি নামাজের মধ্যদিয়ে অনানুষ্ঠানিকভাবে দৃষ্টিনন্দন 'মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কমপেস্নক্সের' উদ্বোধন করা হয়েছে। আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১-২২ অর্থ বছরে (কয়েকটি ধাপে) এ মসজিদ নির্মাণ করা হয়। তারাবি নামাজের মধ্যে পবিত্র কোরআন খতম করেন মডেল মসজিদের ইমাম আবু নুমান। নামাজ আদায় করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আব্দুল গফ্‌ফার, ইউআরসি মনির হোসেন, মডেল মসজিদ কমিটির সদস্য মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মোক্তার হোসেন, মহিবুলস্নাহ, হাবিবুর রহমান, মুফতি ফখরুল হাসান প্রমুখ।

জানা যায়, মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ডুমুরিয়ায় ৪০ শতাংশ জমির উপর তিন তলা বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কমপেস্নক্স নির্মাণে সরকারের প্রায় ১২ কোটি টাকা ব্যয় হয়।

প্রশিক্ষণ উদ্বোধন

ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণির তত্বাবধানে ১৯ দিনব্যাপী জমি- জমার খতিয়ান, দলিল ও সিট ভিত্তিক বিশেষ ফরায়েজ প্রশিক্ষণ কোর্স এবং এরাবিক স্পিকিং কোর্স শুভ উদ্বোধন হয়েছে। রোববার কোর্স সভাপতি ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মুহাম্মদ খালেদ জামিলের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স- মাস্ট্রার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শাহে আলম। প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসাইন। কোর্স সার্বিক তত্বাবধায়ক হলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মাওলানা মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন ও যায়যায়দিন পত্রিকা লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ প্রমুখ।

ইফতারসামগ্রী বিতরণ

ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন অসহায় দুঃস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজানের শুরুতে ইফতারসামগ্রী বিতরণ করেছে। গত শুক্রবার রামু উপজেলার গর্জনিয়া বড়বিলে এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল নজির ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক ড. শাইখ আলস্নামা হারুন আজিজি নদভী। প্রধান অতিথি ছিলেন আলস্নামা হাফেজ আবদুল হক হক্কানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল কাদের, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সদস্য আবদুর রশিদ, শিক্ষক ইস্কান্দর প্রমুখ।

গাভী পালন প্রশিক্ষণ

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

শালিখায় পলস্নী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধন প্রশিক্ষণ বিষয়ক গাভী পালন শেষ হয়েছে রোববার। ইউসিসিএ লি. এর প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন ঢাকার প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার, বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার অঞ্জনা রানী ঘোষ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) আশিক ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহারীন সুলতানা, উপসহকারী প্রাণী কর্মকর্তা বায়তুলস্নাহ মাসুদ। প্রশিক্ষণে ৪০ জন মহিলা অংশ গ্রহণ করেছেন।

পুরস্কার বিতরণ

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর বিকল্প মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মজিদা সরকারী হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিসিপিস্নন ইনচার্জ হাফেজ আব্দুল মালেকের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক চান মিয়া প্রধানের সভাপতিত্বে সহকারী শিক্ষিকা শম্পা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসইসি-র সাবেক কার্যনির্বাহী সদস্য মনসুর আহম্মেদ। এছাড়া মাসিক সংবাদ আলোচনার সম্পাদক ইউনুস আলী, দৈনিক নওরোজের টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দসহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে