সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইবু্যনালে মামলা

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইবু্যনালে মামলা

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব সাজ্জাদ হোসাইন বাদী হয়ে সোমবার ঢাকার সাইবার ট্রাইবু্যনালে মামলাটি করেন।

নালিশি মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইবু্যনাল। আগামী ২২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করেছেন সাইবার ট্রাইবু্যনালের বিচারক মো. নূরে আলম। এসব তথ্য নিশ্চিত করেছেন সাইবার ট্রাইবু্যনালের স্টেনোগ্রাফার মো. মামুন সিকদার।

মামলায় বাদী অভিযোগ করেছেন, আসামি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা গত ১৭ ফেব্রম্নয়ারি ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি (বাদী) ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে তিনি গত ২৫ ফেব্রম্নয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করতে যান। কিন্তু থানা-পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি সাইবার ট্রাইবু্যনালে হাজির হয়ে মামলা করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে