রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ফুটপাত দখলমুক্ত, মাটি কাটা ও পণ্যের অতিরিক্ত দাম রাখায় জরিমানা

স্বদেশ ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
ফুটপাত দখলমুক্ত, মাটি কাটা ও পণ্যের অতিরিক্ত দাম রাখায় জরিমানা
ফুটপাত দখলমুক্ত, মাটি কাটা ও পণ্যের অতিরিক্ত দাম রাখায় জরিমানা

চার জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফুটপাত দখলমুক্ত, মাটি কাটা ও পণ্যের অতিরিক্ত দাম রাখায় জরিমানা করা হয়। খুলনা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল ও কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

খুলনা প্রতিনিধি জানান, খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে ফুটপাত অবৈধ দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর রূপসা স্ট্রান্ড, রয়েল মোড়, পিটিআই মোড়, খানজাহান আলী রোড, শের এ বাংলা রোড ও নিরালা মোড়ের অবৈধ কাচাঁবাজার উচ্ছেদ করা হয়। এ সময়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, চলতি রমজানে পথচারীদের ভোগান্তি লাগব ও যানজট নিরসনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রূপগঞ্জ ইউএনও সাইফুল ইসলামের নির্দেশে পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি উবায়দুর রহমান সাহেল ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা সবজি, ফল, কাপড়, জুতা, পস্নাস্টিক পণ্যের ২ সহস্রাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে অবৈধভাবে লাল মাটি কাটার দায়ে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদকে সামনে রেখে অতিরিক্ত মূল্যে পোষাক বিক্রি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও মূল্য তালিকা না থাকায় বৃহস্পতিবার কটিয়াদী বাজারের ৫ দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বেবী ফ্যাশন দশ হাজার, এক্সপোর্ট গ্যালারী দশ হাজার, পস্নাস পয়েন্ট দশ হাজার, সমর বর্মন স্টোর  পাঁচ হাজার ও আল আমিন স্টোরকে এক হাজার টাকা।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলমসহ কটিয়াদী মডেল থানার একটি পুলিশ টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে