তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী, ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ও কুমিলস্নার মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় বিমল চন্দ্র রায় (৫০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বপন চন্দ্র রায় (৩৫) এবং বিমল চন্দ্র রায় (৫৫) নামে অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করলে আশংকাজনক অবস্থায় বিমল চন্দ্র রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
নিহত বিমল চন্দ্র রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতৈল ইউনিয়নের নাড়ইল গ্রামের মৃত সেধেন চন্দ্র রায়ের ছেলে। আহত স্বপন রায় একই এলাকার কমল চন্দ্র রায়ের ছেলে এবং বিমল চন্দ্র রায় একই এলাকার বাসিন্দা।
গত বুধবার সন্ধ্যা ৬টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের কল্যাণী ঢোলপুকুর সংলগ্ন জোড়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, মহেশপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মানসিকভার সাম্যহীন এক যুবকের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নাহনগর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কুষ্টিয়া মিরপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক ওই এলাকায় ঘোরাফেরা করতেন। ভোরে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃতু্য হয়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগরে অটোরিকশা উল্টে ঘটনাস্থলে সেনোয়ারা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃতু্য হয়েছেন। নিহত বৃদ্ধা উপজেলার পূর্বহাটি গ্রামের আ. রশিদ মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা-রামচন্দ্রপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক আলাউদ্দিন (৩৫) গুরুতর আহত হন। আহত আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, অটোরিকশাটি পাঁচকিত্তা থেকে রামচন্দ্রপুর যাওয়ার পথে দিঘলদী গ্রামের শ্মশানের পাশে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃতু্য হয়। স্থানীয়রা অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারকে দেওয়া হয়।