রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অষ্টগ্রামে ব্যবসায়ীর দোকানে তালা-ব্যানার ঝুলিয়ে দখলে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
অষ্টগ্রামে ব্যবসায়ীর দোকানে তালা-ব্যানার ঝুলিয়ে দখলে নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের হাওর অধু্যষিত অষ্টগ্রাম উপজেলা সদরের বড়বাজারে এক হিন্দু মালিকের দোকান জোরপূর্বক তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পুরোনো মালিকের নামে ব্যানার ঝুলিয়ে দোকানটি দখল নেওয়া হয়েছে বলে অভিযাগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো রকম প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগি পরিবারটি।

ভুক্তভোগি অষ্টগ্রাম সদরের বণিক পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র বণিক জানান, তার বাবা নিতাই চন্দ্র বণিক ২০০০ সালের ১৪ জুন সানাই দীঘিরপাড় এলাকার আব্দুল হেকিমের কাছ থেকে অষ্টগ্রাম বড় বাজারে আধা শতাংশ জায়গাসহ দোকানটি কিনেছিলেন, যার বর্তমান খতিয়ান নম্বর ২১৪৫ ও দাগ নম্বর ১০১০। দোকানের দাতা আব্দুল হেকিম ও গ্রহিতা নিতাই বণিক ইতিমধ্যে মারা গেছেন। প্রয়াত নিতাই বণিকের ছেলে মানিক চন্দ্র বণিক ও তার ভাই আরাধন চন্দ্র বণিকের নামে দোকানটি খারিজও করা হয়েছে।

দোকানটি এলাকার জসিম মিয়ার কাছে ভাড়া দেওয়া ছিল। তিনি মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্স সামগ্রির ব্যবসা করছিলেন। এই ভাড়াটিয়া জসিম মিয়াকে গত ৭ ফেব্রম্নয়ারি মৃত আব্দুল হেকিমের ছেলে ওয়াজ মিয়া, দানা মিয়া ও জয় মিয়া ভাড়াটিয়া জসিমকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দিয়েছেন। এমনকি তাদের বাবা আব্দুল হেকিমের নাম লেখা ব্যানারও ঝুলিয়ে দেন।

মানিক চন্দ্র বণিক গত ১৮ ফেব্রম্নয়ারি জেলা প্রশাসকের কাছে দোকান দখলের অভিযোগ জানিয়ে লিখিত আবেদন করেন। অষ্টগ্রাম ইউএনও এবং থানার ওসি'র কাছেও আবেদন করেন তিনি।

তবে দখলের বিষয়ে জয় মিয়া মুঠোফোনে সাংবাদিকদের জানান, মানিক বণিকদের কাছে আধা শতাংশ জায়গা বিক্রি করা হলেও তাদের দখলে বাড়তি আরও আধা শতাংশ জায়গা রয়েছে। এই বাড়তি জায়গাটুকু ছেড়ে দেওয়ার জন্য বলার পরও তারা জায়গা ফেরত দিচ্ছে না। সে কারণে তালা দেওয়া হয়েছে।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান, দখলদাররা কেবল তাদের পাওনা জায়গার ওপর তালা লাগিয়েছেন বলে তাকে জানানো হয়েছে। ইউএনও বিষয়টি মিমাংসার উদ্যোগ নিয়েছেন।

অষ্টগ্রাম ইউএনও দিলশাদ জাহান জানান, তার কাছে সমস্যাটি জানানোর পর উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে