রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এনায়েতপুরে যমুনার তীররক্ষা বাঁধের বস্নক তৈরিতে অনিয়মের অভিযোগ

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
এনায়েতপুরে যমুনার তীররক্ষা বাঁধের বস্নক তৈরিতে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে বস্নক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্স্নপিং এ নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মতে, ঠিকাদার ও বাপাউবো সিরাজগঞ্জ শাখার কর্তৃপক্ষের যোগসাজশে অননুমোদিত সাইজের পাথর দিয়ে বস্নক তৈরি করা হচ্ছে, যা ওয়ার্ক অর্ডারের শর্তাবলী লঙ্ঘন করছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বস্নক তৈরির সময় সিডিউল অনুযায়ী ১:৩.৬ অনুপাতে ঢালাই করার কথা থাকলেও, বালু ও পাথরের পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে।

তবে, বাপাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোখলেছুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি নির্মাণসামগ্রী পরীক্ষা করেছি এবং প্রকল্প সাইট ও তৈরিকৃত বস্নক সরেজমিন পরিদর্শন করছি। নিম্নমানের সামগ্রী দিয়ে বস্নক তৈরি করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মুঠোফোনে জানান। কিন্তু বাস্তবে নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তা এখন পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করেন নাই। যখনই যোগাযোগ করা হয় তখনই বলে দেখছি বরং নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী-শাখা কর্মকর্তা আরো বলেন বস্নক তৈরির পাথর এবং গুণগতমান সবই ঠিক আছে।

এই অনিয়মের ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে