দোয়া মাহফিল
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বৈকালে আলোচনা সভা আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।
পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম। তিনি ইসলামের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান বক্তা ছিলেন গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আসাদুলস্নাহ আল গালিব ও সেক্রেটারী ওসমান গণি প্রমুখ। পরে আলোচনা সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
সুলভমূল্যে বিক্রয়
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য সূলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজারের ফয়েজুনেচ্ছা মহিলা মাদ্রাসা রোডে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, প্রাণী সম্পাদ কর্মকর্তা আবদুলস্নাহ মামুন সাগর, ডা. নাহিদ হাসান, আব্দুল হালিম ও আলী হায়দার সাহেদ। সুলভ মূল্যের দোকানে প্রতি পিছ ডিম ৯.৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা বিক্রি করা হয়।
সূলভ মূল্যে দুধ পেয়ে ছকিনা বেগম বলেন, বাজারে ১১০ টাকা করে দুধ কিনতাম। আজ প্রতি কেজি দুধ ৮০ টাকা করে কিনে প্রায় ৩০ টাকা সাশ্রয় পেয়েছি।
ব্যাংক উদ্বোধন
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মৌ-পস্নাজার দ্বিতীয় তলায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন এ উপশাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে এবং ব্যাংকের ডিএমডি ও কোম্পানীর সেক্রেটারী হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন।
আলোচনা সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে এক লাল পতাকার মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে সহ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সিপিবি নেতা কমরেড আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সদস্য শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, পার্বতী রিছিল প্রমুখ।
ইফতার মাহফিল
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কর্মরত ইলেট্রোনিকস প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ঘাটাইল থানা অফিসার ও ফোর্সদের সমন্বয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘাটাইল থানায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এএসপি গোপাল(সার্কেল) ফৌজিয়া হাবিব খান। উপস্থিত ছিলেন ইন্সপেক্টর সজল খান, এসআই রাজু আহমেদ, প্রেসক্লাব ঘাটাইল সভাপতি উত্তম কুমার আর্য্য, সহসভাপতি রবিউল আলম বাদল, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান কলি, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলেয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক আবু মো. শোয়েব প্রমুখ।
জরিমানা আদায়
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত অবৈধ ইটভাটা পরিচালনা করার অপরাধে রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুকে মেসার্স ডি কে ব্রিকস নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করাসহ ভাটার আগুন নিভিয়ে ফেলে এবং বিদু্যৎ সংযোগ বিছিন্ন করে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে রাজারহাটের হরিশ্বর তালুক এলাকায় (সিন্দুরমতী দীঘির) পূর্বপার্শ্বে অবস্থিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) আশাদুল হক এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
সার ও বীজ প্রদান
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সাড়ে ১৩শ' কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার বীজ বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে ১৩শ' কৃষককে এ উপকরণ দেওয়া হয়।
চারা বিতরণ
ম গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি সাজু আহমেদ লালের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীর গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৯৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন জাতের গাছের চারা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা,যায়যায়দিন পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি মোস্তাকিম আলম নয়ন, নিউজ২৪'র সুজন আহমেদ, আজকের পত্রিকার আব্দুর রহিম পায়েল, করতোয়ার রুহুল ইসলাম রয়েল, ভোরের দর্পনের আব্দুল বারী বাবু, মুক্ত খবরের মাসুদুর রহমান শিমু, কালের কন্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান সাদেকুল, গঙ্গাচড়া শিশু নিকেতনের সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ।
ইফতারসামগ্রী বিতরণ
ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে হতদরিদ্র ২শ' পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার করেরহাট ইউনিয়নে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খন্দকারের বাড়িতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ওবায়দুল হক খন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশন তত্ত্বাধানে স্থানীয় বিএনপির সংসদ সদস্য প্রার্থী আইরিন খন্দকার পারভীনের উদ্যোগে এলাকার হতদরিদ্র প্রতি পরিবারকে ১১ কেজি ইফতার সামগ্রী দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা বুট, আলু, ডাল, সয়াবিন তেল, মুড়ি, পেয়াজ, চিনি, চিড়া, টেংক, সেমাই। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাজান ফারুক, জোরারগঞ্জ ইউনিয়নের যুবদলের আহবায়ক শাহাজান ফারুক, সাবেক ইউপি সদস্য বিলায়েত হোসেন সিরাজ, পৌর যুবদর নেতা মঞ্জুর হোসেন, মো. কামাল।
উপহার প্রদান
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
জুলাই বিল্পবে পুলিশের গুলিতে নন্দীগ্রামের নিহত শহীদ সোহেলের পরিবারের নিকট পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী দিলেন বগুড়া জেলার মানবকি জেলা প্রশাসক হোসনা আফরোজা। বৃহস্পতিবার বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী নিয়ে সঙ্গে সঙ্গে শহীদ সোহেলের পরিবারে নিকট ছুটে যান নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সেই উপহার সামগ্রী তুলে দেন শহীদ সোহেলের বাবা ফেরদৌস রহমানের হাতে।
ইউএনও'র যোগদান
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে নতুন ইউএনও যোগদান করেছেন। বুধবার বিকেলে নতুন ইউএনও যোগদান করেন। পার্বতীপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সাদ্দাম হোসেন। একই দিন তিনি ভারপ্রাপ্ত ইউএনও খালিদ বিন মনসুর (সহকারী কমিশনার ভূমি) এর কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি ৩৬ তম বিসিএস (প্রশাসন) এর একজন অফিসার। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসক এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অধিবাসী। নতুন ইউএনও সাদ্দাম হোসেন পার্বতীপুর উপজেলায় তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থদন্ড প্রদান
ম রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা লিচুবাগানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রনে গতকাল বুধবার বিকালে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় লিচুবাগানের জয়ন্ত দাশের রাঙ্গুনিয়া স্টোরকে ত্রিশ হাজার টাকা, আকাতার হোসেনের ফুলকলি বিশ হাজার টাকা, মোহাম্মদ আরিফের মৌলভী স্টোরকে ত্রিশ হাজার টাকা সহ মোট আশি হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র সম্বনয়ক প্রতিনিধিরা।
কর্মী সভা অনুষ্ঠিত
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে কর্মী সভায়
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। এছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির ২নং যুগ্ন আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব। আরও বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম জয়পুরহাট প্রতিনিধি
নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জয়পুরহাটে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজুসহ গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা।
অভিযানে জরিমানা
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয় উপজেলার ৪ নং ঘাটে আরিচা ফল বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর নিমিত্ত বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় খেজুর ও তরমুজের অতিরিক্ত মূল্য রাখা, মূল্যতালিকা না থাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার সংরক্ষনসহ বিভিন্ন আপরাধে ৯ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- শিবালয় উপজেলার আনোয়ার শেখের পুত্র রাজিব শেখ (৩২), অনিল চন্দ্র সরকারের পুত্র আনন্দ সরকার (৫৫), শুকুর আলীর পুত্র মোহাম্মদ রফিক (৪৮), আবুল হোসেনের পুত্র আফজাল হোসেন (৪০), মঙ্গল মলিস্নকের পুত্র মোঃ জালাল (৪২), প্রিয়নাথ শেখের পুত্র রতন শেখ (৫২), খতিব উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক (৩৮), হোসেন শিকদারের পুত্র হাসান শিকদার (৩০) ও প্রিয়নাথ এর পুত্র স্বপন (৫৫)।
ইফতার মাহফিল
ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৫নং কালাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, আব্দুল মোছাব্বির, তারেক খন্দকার, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিলস্নাদ হোসেন মিরাশদার, পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মিয়া, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ প্রমুখ।
সহায়তা প্রদান
ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র প্রতিবন্ধীদের সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ৯টি হুইলচেয়ার, ৫ জোড়া ক্রাচ ও ২০টি ছাগল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মদ, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপপরিচাললক রোখসানা খাতুন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।