পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের আপরাধে ৫জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গুড়া ইউএনও নাজমুন নাহার। গত শনিবার এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শাহ্ নগর গ্রামের আব্দুর রশিদ (৩২), পৌর সভার সরদার পাড়া মহলস্নার ছরোয়ার হোসেন (৪১) ও দক্ষিণ সারুটিয়া গ্রামের আছাদুল ইসলাম (৪২), উত্তর মেন্দা গ্রামের হৃদয় হোসেন (২৩) এবং চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহলস্নার জিলস্নুর রহমান(২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ঈশ্বরদী সার্কেলের) পরিদর্শক আব্দুলস্নাহ আল মামুন জানান, শনিবার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা, চেলাই মদ, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবনের অপরাধে উলেস্নখিত পাঁচ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার পাঁচ জনকে বিনাশ্রম কারা দন্ড ও ২শ' টাকা করে জরিমানা করেন।