শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অবশেষে গোবিন্দগঞ্জবাসী পেলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
অবশেষে গোবিন্দগঞ্জবাসী পেলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

অবশেষে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পেলো রেলপথে রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলাবাসী। গাইবান্ধা জেলার শিল্পাঞ্চলখ্যাত ও উপজেলার প্রধান রেল স্টেশন মহিমাগঞ্জে রাজধানী ঢাকাগামী যে কোন একটি ট্রেনের যাত্রাবিরতির দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষের। রেলপথে ঢাকায় যাতায়াতে এলাকাবাসীর প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে রেল কর্তৃপক্ষ আজ সোমবার থেকে মহিমাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে। এ খবরে মহিমাগঞ্জসহ উপজেলায় বইছে খুশির বন্যা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সান্তাহার-লালমনিরহাট-রংপুর রেল রুটের মহিমাগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে তিনটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করলেও যাত্রাবিরতি ছিল না এখানে। শিক্ষা-সংস্কৃতি-বাণিজ্যিকসহ নানা কারণে সমৃদ্ধ এই স্টেশনে একটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চেয়ে দীর্ঘ দিন ধরে আবেদন করে আসছিলেন এলাকাবাসী। এরই প্রেক্ষিতে আজ ১০ তারিখ থেকে কার্যকর হওয়া ৫৪ নং টাইম টেবিলে মহিমাগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি করবে ঢাকা থেকে বুড়িমারীর মধ্যে চলাচলকারী ৮০৯ আপ ও ৮১০ ডাউন আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন।

নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি মঙ্গলবারে ঢাকামুখী ডাউন ও বুধবারে বুড়িমারীমুখী আপ ট্রেন দুটি বন্ধ থাকবে। অন্যান্য দিন বিকেল ৩.৪৫ মিনিটে বুড়িমারীমুখী আপ ও রাত ১.৩০ মিনিটে ঢাকামুখী ডাউন বুড়িমারী এক্সপ্রেস ট্রেন মহিমাগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে। মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সোহাগ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে