ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকারকে (১৯) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশাররফ হোসেন মিয়া।
জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশাররফ হোসেন মিয়া জানান, এজাহার নাম থাকা আসামিরা থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই নারীকে পানগাঁও ঋষিপাড়ার নয়াবাড়ির একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। শনিবার রাতে সেখানে ৩ থেকে চারজন ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, রোববার ওই নারীকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। পরে জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে হাসপাতালে ভর্তি করেন।