দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের ভালী গ্রামে আব্দুল বারিক নামের এক ব্যক্তিকে মারপিটের করে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের হেলালের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল বারিক দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভালী গ্রামের লুৎফরের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য আব্দুল বারিক সরদারকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এরই জের ধরে সকালে হেলাল, লুৎফর ও নাছিমা আব্দুল বারিকের পথ রোধ করে তাকে গালিগালাজসহ মারপিট করে আহত করেন। স্থানীরা আহত বারিককে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম মারপিটের ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।