শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে পাইপ লাইনে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
জয়পুরহাটে পাইপ লাইনে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে বাসা বাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি হয়। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান উজ্জ্বল প্রধান, আবু বক্কর সিদ্দিক, মনজুরে মওলা পলাশ, নূর ই আলম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে পাইপ লাইনে মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে